শিশুদের ক্লাস চলাকালে ভেঙে পড়ে বিমানটি

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে জুনিয়র সেকশনের ভবনে আঘাত করে। দুর্ঘটনার সময় সেখানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানিয়েছেন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম।

ভবনের গেটে গর্ত হয়ে আগুন ধরে যায়।
প্রভাষক সাংবাদিকদের জানিয়েছেন একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত করে। ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন, দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন এবং উপরতলা থেকে শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এর আগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়।

অবশ্য ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, নিহতের সংখ্যা ১৯।

আইএসপিআরের হিসাব মতে, নিহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন, উত্তরা আধুনিক হসপিটালে একজনের লাশ রয়েছে।

আর আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতাল আটজন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: বিবিসি বাংলা