শিশুদের ডায়রিয়া প্রতিরোধে মায়ের বুকের দুধ খুব জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইফতেখার উল হক খান। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয় কী?
উত্তর : ডায়রিয়া প্রতিরোধে একটি কথাই বলব, মায়ের বুকের দুধ নিয়মিত খাওয়াতে হবে। এটা আমরা সব জায়গায় বলি। আমাদের গণমাধ্যমকে আরো বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে।
প্রশ্ন : কত বয়স পর্যন্ত দুধ খাওয়াতে হবে?
উত্তর : ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাবে, দুই বছর পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধ চলবে।
আরেকটি বিষয় হলো সচেতনতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। পরিবারের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। যেমন শিশুকে কখনোই বাসি খাবার খাওয়ানো যাবে না। যে খাবার দিবে, সেটা অবশ্যই ঢেকে রাখা খাবার দিবে। সতেজ খাবার দিতে হবে। বাইরের কেনা কোনো খাবার দেওয়া যাবে না। এগুলো একটি। নখ কাটা , পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে।
আর শেষে আমি বলব ভ্যাকসিনের কথা। এই মুহূর্তে কিন্তু আমাদের দেশে কিছু ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো দিলে কিন্তু শিশুরা মোটামুটি ডায়রিয়া থেকে অনেকাংশে মুক্ত থাকতে পারবে।