নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে আলোচিত শিশু আব্দুল্লাহ (৭) হত্যার প্রধান আসামি মো. হানিফকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে কদমতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া জানান, ‘সোমবার সকালে থানা এলাকা থেকে হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানা হেফাজতে দেওয়া হয়।’
জানা গেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর অজ্ঞাতনামা কে বা কারা শিশু আব্দুল্লাহকে নৃশংসভাবে হত্যা করে। পরে লাশ উজালা ম্যাচ ফ্যাক্টরির পশ্চিম পাশের বাউন্ডারি দেয়ালের ভেতরে পতিত জায়গায় ফেলে রেখে চলে যায়। পরে মামলা হলে, মামলার তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই হানিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।