
নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এ প্রজন্মের শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর কিশোর ও তরুণ সময়ের জীবনী জানতে হবে। অনুসরণ করতে হবে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জাতীয় সম্মেলন-২০১৬ এর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, ড. আব্দুস সোবহান গোলাপ, বাবু সতীস চন্দ্র রায়, শামসুল হক টুকু, অধ্যাপিকা শিরিন আক্তার মঞ্জু, শেখ মনিরুজ্জামান লিটন, ফারুক তালুকদার, জিয়াউল হক শিমুল।