শিশু ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে জেলার সদর উপজেলার নরসিংসার এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে পরিবারের সঙ্গে সে নরসিংসারে থাকে।

শিশুটির মা জানায়, সকাল ৯টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর পথিমধ্যে নরসিংসার বাজারের সামনে থেকে শিশুটিকে অজ্ঞাতনামা এক যুবক জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক। পরে স্থানীয়রা কাঁদতে দেখে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাঈদুর রহমান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে রক্তক্ষরণের কথা বলায় প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন মহিলা চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে ধর্ষণ হয়েছে কি না।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সদর হাসাপতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই যুবককে আটকের চেষ্টা চলছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।