‘শিশু নির্যাতন বন্ধে কোনো রাজনীতি’

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শিশু নির্যাতন বন্ধে কোনো রাজনীতি নেই। এই ইস্যুতে রাজনীতি করতে দেওয়া হবে না।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) আয়োজিত ‘শিশু ইনজুরি প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা শিশুদের ওপর নির্যাতন করে, তারা মানুষ না। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। অনেকে অন্যায় দেখে দাঁড়িয়ে থাকে, প্রতিবাদ করে না। দাঁড়িয়ে দেখে নির্যাতন প্রতিরোধ না করার মানসিকতা পরিবর্তন করে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘সময় এমন হয়ে গেছে যে, নিজের সন্তানকে আমরা সময় দিতে পারছি না। সন্তানদের সময় দিতে হবে। তা না হলে তারা কোন পথে যাচ্ছে আমরা তা জানতে পারব না। আজ যেসব ছেলে জঙ্গি হয়েছে, গুলশানে জঙ্গি তৎপরতা চালিয়েছে, তারা কেন এমন হলো? অবহেলা হোক বা যে কারণেই হোক তারা এমন হয়েছে। তাই শিশুকাল থেকে সন্তানদের সময় দিয়ে হবে। ভালো-মন্দ বোঝাতে হবে। তাহলেই তারা বড় হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।’

সিআইপিআরবিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংগঠনটি শিশু ইনজুরি প্রতিরোধে নানাভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কাজে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার প্রয়োজন হলে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এনায়েত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবির প্রমুখ।