শিশু পার্ক স্থাপনে নাগরিক সভা

মাহফুজুর রহমান সোহাগ ঃ শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে আজ বুধবার বিকেলে শহীদ সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গনে শহীদ সার্জেন্ট আহাদ পারভেজ শিশু পার্ক স্থাপনে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শহীদ সার্জেন্ট আহাদ পারভেজ বড় ভাই সাংবাদিক এম এ হাকাম হীরা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আছমা, বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ আক্তারুজ্জামান আক্তার, মোতালেব সরকার, রেজাউল করিম, নাজিম উদ্দিন, নুর ইসলাম মাষ্টার, সমাজ সেবকিা জোবাইদা খাতুন, শিক্ষিকা কহিনুর রুমা, ব্যবসায়ী নুরুল আমিন, কমিশনার জহুরুল হক, আজাহার, বাবলু, বুল,ু মামুম ব্যবসায়ী মোস্তাক সহ প্রমুখ। এই পার্ক স্থাপনে মেয়র আবু বক্কর সিদ্দিককে ব্যাপকভাবে অভিননন্দন জানানো হয়। ইতি মধ্যে পার্কের যাবতীয় কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, শহীদ সার্জেন্ট আহাদ পারভেজ ১৯৯৯ সালে সালের ২৮ অক্টোবর রাতে মতিঝিল এলাকায় যাত্রীবেশধারী ছিনতাইকারীদের ধরতে গিয়ে তাদের এলোপাথারী গুলিতে নির্মম আঘাতে তিনি মৃত্যু বরন করেন। পরে তাকে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবি গোরস্থানে সমাহিত করা হয়। তার স্মরনে ঢাকা গুলিস্থানে শহীদ সার্জেন্ট আহাদ পুলিশ বক্স নাম করন করা হয়।