শিশু মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রংপুর :  রংপুরে ১১ বছরের শিশু মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

রোববার দিবাগত রাত ১০ টার দিকে নগরীর বাবুখা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞসাবাদের জন্য এক নারীকে আটক করেছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে সোমবার দুপুরে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পশ্চিমবাবুখা এলাকায় জনৈক মোশারফ হোসেন তার দ্বিতীয় স্ত্রী চন্দনা বেগমকে নিয়ে বাস করতেন। তাদের সঙ্গে থাকতো মোশারফের প্রথম স্ত্রীর সন্তান মোসলেমা খাতুন। মোসলেমা বাবুখা সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

রোববার দিবাগত রাতে চন্দনা বেগম মোসলেমাকে গলা টিপে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সৎ মা ও নানি পরামর্শ করে মেয়েটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এই ঘটনায় চন্দনার মা তারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।