শিশু সংশোধন আইন, ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে প্রতি জেলায় শিশু আদালতের বিধান রাখা হয়েছে।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় আইনের সংশোধনটি নিয়ে আসে। মন্ত্রিসভায় আলোচনা-পর্যালোচনা শেষে এটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।