রংপুর : রংপুরে শিশু সন্তান হত্যার দায়ে তার বাবা ও সৎমায়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার আসকর আলীর ছেলে আবু তাহের তার প্রথম স্ত্রীর সাত বছর বয়সি মেয়ে তানজিনাকে টেলিভিশন দেখার কথা বলে পার্শ্ববর্তী শ্যামপুর বাজারে নিয়ে যায়। রাতে সেখান থেকে ফেরার পথে শিমুলতলি এলাকায় পৌঁছলে সৎমা লাবনী বেগম সেখানে আসেন।
এ সময় তারা দুজন মিলে তানজিনাকে গলাটিপে হত্যা করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহত তানজিনার মামা সাদিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ২০০৮ সালের ২৮ এপ্রিল আদালতে এই মামলার অভিযোগপত্র প্রদান করেন পীরগঞ্জ থানার এস আই তৌহিদুল ইসলাম।
অভিযোগপত্র প্রদানের পর আসামিরা আদালত থেকে জামিন নিয়ে গা ঢাকা দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত স্বামী-স্ত্রী দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন ফারুক মো. রিয়াজুল করিম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন সুলতান আহমেদ শাহীন।