শিশু হত্যা মামলায় এক জনের ফাঁসি

আল-আমীন, মেহেরপুরঃ
মেহেরপুরে শিশু হত্যা মামলায় আহমেদ শরিফ দিপু নামের এক ব্যাক্তিকে ফাাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল হাসান আসামীর অনুপস্থিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আহমেদ শরিফ দিপু জেলার গাংনী উপজেলার রাধাগবিন্দপুর ধলা গ্রামের খোকন মন্ডলের ছেলে। আসামী আহমেদ শরিফ দিপু দির্ঘদিন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ আগষ্ট বিকালের দিকে গাংনী উপজেলার রাধাগেবিন্দপুর ধলা গ্রামের ইমদাদুল হকের ৮বছর বয়সী শিশু পুত্র ইরান বাড়ির পাশের একটি মাঠে খেলা করতে যায়। সেখান থেকে শিশুটিকে ফুসলিয়ে আসামী তাকে অন্যত্র নিয়ে যায়। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেলেও ইরান বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করে। পরদিন সকালে বাড়ির পাশের মাঠে ইরানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এঘটনায় ইরানের চাচা জাহাঙ্গীর আলম বাদি হয়ে আহমেদ শরিফ দিপুর বিরুদ্দে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাাথমিক তদন্ত শেষ তদন্তকারী কর্মকর্তা এস আই মকবুল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৩৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
আসামী আহমেদ শরিফ দিপু ওই মামলায় জেল হাজতে আটক ছিলেন । পরে সে জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করে। এর আগে মামলার শুনানীতে সে আদালতে স্বীকারোক্তী মূলক জবানবন্দী দিয়েছিল। মামলার নথি পর্যালোচনা করে বিচারক মঙ্গলবার এ আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।