জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন।
শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর খিলক্ষেতে লা-মেরিডিয়ান হোটেলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।
এদিকে গণমাধমে দেওয়া এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন খালেদা জিয়া।
একইসঙ্গে এই সফরে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়।’
এর আগে দুইদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকায় আসেন শি জিনপিং। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।