
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে স্কুল ও মাদরাসার পর্যায়ে ৪৬ তম বাংলাদেশ জাতীয় শীতকালিন ক্রীড়া ও এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সা: সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, উত্তন নাকশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হক, আঃ হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মাষ্টার, সহকারী শিক্ষক কামাল হোসেন, নালিতাবাড়ী শাররীক শিক্ষক সমিতির সা: সম্পাদক খলিলুর রহমান বাবুল প্রমুখ। ক্রীড়া ও এ্যাথলেলেটিকে ভলিবল, লম্ফ ঝাপ, লম্বা দৌড়, দড়ি টানাটানিসহ ক্রীকেট টুর্নামেন্টসহ আরো খেলা অনুষ্ঠিত হয়। এসময় হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রিকেট টুর্নামেন্টে হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।