শীতকাল মানেই ফুলে ফুলে ভরে ওঠা বাগান

শীতকাল মানেই ফুলে ফুলে ভরে ওঠা বাগান, ছাদ, উঠোন, নিদেনপক্ষে এক টুকরো বারান্দা। শীতকাল মানেই লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনির মেলা। ভেসে আসা মিষ্টি গন্ধ আর প্রজাপতিদের রাজত্ব।

প্রতি বছর শীতে নতুন নতুন ফুল লাগানোর অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু শুধুমাত্র গাছ লাগালেই তো হল না। গাছকে আদর-যত্ন না করলে তাতে ফুলও ধরবে না, আর আপনার বাগানে ভিড়ও জমাবে না প্রজাপতিরা। গাছকে যত্ন করতে প্রথমেই চাই গাছের খাবার। জল, বাতাস আর সূর্যালোক তো রয়েছেই। পাশাপাশি পুষ্টির জন্য দিতে হবে সারও। তবে বাজার থেকে কেনা রাসায়নিক সার দেওয়ার থেকে যদি নিজের হাতে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় জৈব সার তবে কেমন হয়? জেনে নিন বাড়িতেই কী ভাবে বানাবেন সার।

উপকরণ:

কলার খোসা, কফি এবং ডিমের খোলা।

প্রণালী:

কলার খোসা, কফি আর ডিমের খোলা এক সঙ্গে মিশিয়ে নিন। পারলে মিক্সিতে দিয়ে দিন। ভাল করে গ্রাইন্ড করুন।

ব্যবহার:

থকথকে যে মিশ্রণটি তৈরি হল তা মাটির সঙ্গে মিশিয়ে দিন। কয়েক দিনের মধ্যে তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

প্রধান সম্পাদকঃ বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী
সম্পাদকঃ রেজাউর রহমান চৌধুরী
বার্তা-বাণিজ্যিক ও দাপ্তরিক কার্যালয়ঃ ২৬৮/১ কোটবাড়ী ব্রিজ সংলগ্ন ২য় ও ৩য় তলা আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা -১২৩০
ফোনঃ +৮৮ ০২ ৪৮৯৫৩২১৫, +৮৮ ০২ ৪৮৯৫৬৬৯২, +৮৮ ০২ ৫৫০৮৭৫৭৯, +৮৮ ০২ ৫৫০৮৭৫৭৮
ফ্যাক্সঃ +৮৮ ০২ ৪৮৯৫৬৬৯১
মোবাইলঃ ০১৫৫৪২৩২১০৫, ০১৮১১৩১১৭৩৯, ০১৩১৯০৮৬৬১৫, ০১৩১৯৩৯৬৫৫৫
ইমেইলঃ cpbdnews@gmail.com
ওয়েবসাইটঃ www.crimepatrolbd.com, ফেসবুকঃ crimepatrolbdofficial, ইউটিউবঃcrimepatrolbd

সিপি.বিডি মিডিয়া লিমিটেড এর পক্ষে বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী কর্তৃক এ. আর. টাওয়ার, রোড #০১, সেক্টর#১২, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত বিএস প্রিন্টিং প্রেস(মামুন ম্যানসন গ্রাউন্ড ফ্লোর) ৫২/২,টয়েনবি সার্কুলার রোড হইতে মুদ্রিত।