
কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারদিন আগে নিখোঁজ হয় রাজন মোল্লা (২৫) নামের এক যুবক।
নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে ওই যুবকের মরদেহ কালীগঞ্জ ঘোনাপাড়া পৌর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।
নিহত যুবক উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে।
নিহত রাজনের বাবা জামান মোল্লাহ জানান, গত চারদিন আগে সে বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করার উদ্দেশে। কিন্তু পরে আর বাড়ি ফিরে যায়নি।
নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান নিহত রাজনের লাশ উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় এসে নিহত ওই যুবকের বাবা লাশ শনাক্ত করেন। তার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।