শীতল নিবাসে বিমসটেক নেতারা

ক্রাইমপেট্রোলবিডি.কম ডেস্ক : বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)- এর চতুর্থ শীর্ষ সম্মেলন আর কিছুক্ষণ পর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে। সম্মেলনে যোগ দিতে বিমসটেকভুক্ত দেশগুলোর সরকারপ্রধান ও প্রতিনিধিরা নেপালে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার কাঠমান্ডুতে নেপালের রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাসে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমসটেক সম্মেলনে যোগ দিতে আসা সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধান ও প্রতিনিধিরা। নেপালি প্রেসিডেন্ট তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। শীতল নিবাসে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধান বিচারপতি টিশারিং ওয়াংচুক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

শীতল নিবাসে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়ালি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। এর আগে বৃহস্পতিবার নেপালে পৌঁছার পর দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

সূত্র : দ্য হিমালয় টাইমস।