শীতে কাঁপছে কুড়িগ্রাম

কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।

গত ৩ দিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে সমগ্র জেলা।

তীব্র ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষেরা।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ওসি সুবল চন্দ্র জানান, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বেশি কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদনদী তীরবর্তী চরাঞ্চলের অতি দারিদ্র ও নিম্ন আয়ের কয়েক লাখ মানুষ।

আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা।

জেলা এাণ ও দুর্যোগ পূর্নবাসন কর্মকর্তার তথ্যমতে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণে ৯টি উপজেলায় ৫৪ লক্ষ টাকা বরাদ্দ এসেছে।