শীতে খোলা আকাশের নিচে কড়াইল বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক : কড়াইল বস্তির শত শত মানুষ ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে বাস করছেন।

সোমবার সকালে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আর পোড়া ঘরের মধ্যে প্রয়োজনীয় কিছু আছে কি না, তা খুঁজছিলেন তারা। অনেকেই আবার নতুন করে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন।

পোড়া ঘরের টিনগুলো সরিয়ে ফেলছেন বস্তির লোকজন। যার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে তিনিও পুনরায় ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছেন।

পান-সিগারেটের দোকানদার হেকমত আলী বলেন, ‘অনেক কষ্ট করে সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করছিলাম। কিন্তু আগুন লাগার পর হুড়োহুড়িতে মালামালও কে বা কারা নিয়ে যায়।’

জরিনা বেগম নামের একজন বলেন, ‘তিল তিল করে জমানো শ্রমের টাকা দিয়ে বাসার মালামাল করেছিলাম। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। এখন কীভাবে জীবন শুরু করব সেই চিন্তা করছি।’

জরিনা বেগমের মতো অনেকেই পোড়া ঘর ঠিক করে আবার শুরু করা যায় কি না, সে চেষ্টা করছিলেন।

বস্তিবাসীর সঙ্গে আলাপে জানা গেছে, রোববারের দুই ঘণ্টার আগুনে প্রায় পাঁচশ’ আধাপাকা ঘর পুড়ে গেছে। এসব ঘরে ছিল নিম্ন আয়ের লোকের বসবাস। তাদের বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করেন। অনেকে আবার রিকশাচালক কিংবা ফুটপাতে ব্যবসা করে পরিবার নিয়ে কোনোমতে এখানে জীবন যাপন করতেন।

সোমবার সকাল পর্যন্ত এসব বস্তিবাসী প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি।

এদিকে, শীতের রাতে বাইরে থাকায় এসব বস্তিবাসীর ভোগান্তির শেষ নেই। এর মধ্যে শিশু এবং বয়োবৃদ্ধদের বেশি কষ্ট হচ্ছে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।’