শীত কাল আসছে পার্টি পিকনিকের সময়

শীত কাল আসছে। পার্টি, পিকনিকের সময়। এখন কোনও দিন কারও বাড়িতে পার্টিতে নিমন্ত্রণে যাওয়া, আবার কখনও বা নিজে পার্টির আয়োজন করা । এ ছাড়া রেস্তোরাঁয় ডিনারের নিমন্ত্রণ তো লেগেই থাকে। এই সময় জেনে নিন কিছু পার্টি ও ডিনার এটিকেট।