
ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে সেভিয়াকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে আলভারো মোরাতার হ্যাটট্রিকে লেগানেস ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ঘণ্টা দুয়েক পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ।
সামনেই অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সঙ্গে বড় দুটি ম্যাচ। কাল লা লিগায় লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তাই বিশ্রাম দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেলকেও। তাদের ছাড়াই ম্যাচের ২৩ মিনিটের মধ্যে লেগানেসের জালে তিনবার বল জড়ায় রিয়াল।
অতিথিদের মাঠে ১৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এরপর ১৮ থেকে ২৩, ছয় মিনিটের মধ্যে মোরাতে করেন দুই গোল। তাতে রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে।
৩২ ও ৩৪ মিনিটে দুই গোল করে অবশ্য ম্যাচ জমিয়ে তুলেছিল স্বাগতিকরা। প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল পিরেস, দ্বিতীয়টি লুসিয়ানো নেভাস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) হ্যাটট্রিক পূর্ণ করে আবার রিয়ালের ব্যবধান বাড়ান মোরাতা। ২০০৯ সালে রাউলের পর এই প্রথম স্প্যানিশ কোনো খেলোয়াড় লিগে হ্যাটট্রিক করলেন। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শীর্ষে ফিরতে কোনো সমস্যা হয়নি রিয়ালের।
এই জয়ে ২৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ৭১। আগের ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারানো বার্সার পয়েন্ট ৬৯, তবে এক ম্যাচ বেশি খেলেছেন মেসি-নেইমাররা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের পরের ম্যাচ তাদের নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই।