ক্রীড়া ডেস্ক : লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ড্র হয়েছিল দুটি ম্যাচই।
১৯৬৯-৭০ মৌসুমের পর বার্নাব্যুতে কখনো টানা তিন লিগ ম্যাচে ড্র করেনি রিয়াল। কিন্তু রোববার রাতে যেন সেটিই হতে যাচ্ছিল।
তবে শেষ মুহূর্তে রিয়ালকে ড্রয়ের হাত থেকে বাঁচিয়েছেন ‘বার্থডে বয়’ আলভারো মোরাতা। ম্যাচ শেষের সাত মিনিট আগে মোরাতার গোলেই অ্যাথলেটিক বিলবাওকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।
এই জয়ে লা লিগার শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। তবে লিডটা ২০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৭ মিনিটে সাবিনের গোলে সমতা ফেরায় বিলবাও। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনেই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ নষ্ট করেন রিয়ালের খেলোয়াড়েরা। একসময় তো মনে হচ্ছিল, বার্নাব্যুতে আরেকটি ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে জিদানের দল।
এমন সময়ই রিয়ালের ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন মোরাতা। ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে এসেছিলেন, ৮৩ মিনিটে গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দিলেন। নিজের ২৪তম জন্মদিনটা এর চেয়ে ভালো আর কীভাবে উদযাপন করতে পারতেন স্প্যানিশ স্ট্রাইকার!
নবম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারানো সেভিয়া ২০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা।