
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সেনা-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার সকাল ১০টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী দলটির নেতা-কর্মীরা যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের নিচে জড়ো হয়ে মিয়ানমারের সীমান্ত অভিমুখে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে পল্টন এসে সমাবেশ করে। সেখান থেকে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি রেজাউল করিম।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সাংবাদিকদের বলেন, ‘লংমার্চে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে নেতা-কর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের আমির মুফতি রেজাউল করিম।’
তিনি আরো বলেন, ‘পুলিশ আমাদের দলের কাউকে দাঁড়াতে দেয়নি। গাড়ির চাবিও ছিনিয়ে নিয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শনিবার ডিএমপি কমিশনার প্রেসক্লাব থেকে না করে কাঁচপুর থেকে লংমার্চ শুরু করতে বলেছিলেন। কিন্তু আজ পুলিশ বাধা দিয়েছে।’
এদিকে সড়ক অবরোধ করে এ সমাবেশের কারণে পল্টন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।