শুক্রবার গ্রন্থমেলার শিশুপ্রহর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবা্র অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে শিশুপ্রহর চলবে সকাল ১১টা দুপুর ১টা পর্যন্ত। বিকেল ৩টা থেকে শুরু হবে মেলার মূল পর্ব।

এদিকে সকাল ১০টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গনে শুরু হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

প্রথম পর্ব : সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলা কবিতা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শ্যামল কান্তি দাশ (ভারত), মাসুদুজ্জামান। আলোচক হিসেবে অংশ নেবেন অসীম সাহা, ইকবাল হাসান, তুষার দাশ, ফরিদ কবির। সভাপতিত্ব করবেন আসাদ চৌধুরী।

দ্বিতীয় পর্ব : বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলা প্রবন্ধ-সাহিত্য। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার, সুমিতা চক্রবর্তী (ভারত)। আলোচক হিসেবে অংশ নেবেন সুনন্দা সিকদার (ভারত), পূরবী বসু, মোরশেদ শফিউল হাসান, রফিকউল্লাহ খান, বেগম আকতার কামাল, সঞ্জয় মুখোপাধ্যায় (ভারত), ইয়াং উই মিং সর্না (চীন), ইমানুল হক (ভারত)। সভাপতিত্ব করবেন পবিত্র সরকার।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের সাহিত্য। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মোমেন। আলোচক হিসেবে অংশ নেবেন মফিদুল হক, মুনতাসীর মামুন, জিয়াদ আলী (ভারত), আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করবেন সৈয়দ আকরম হোসেন।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হবে সাহিত্য ও ফোকলোরের পারস্পরিক মিথস্ক্রিয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ফিরোজ মাহমুদ, শাহিদা খাতুন। আলোচক হিসেবে অংশ নেবেন শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ জামিল আহমেদ, সাইমন জাকারিয়া, সাকার মুস্তাফা। সভাপতিত্ব করবেন অধ্যাপক শামসুজ্জামান খান।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অন্যভাষার কবির স্বরচিত কবিতা এবং ছড়া পাঠ। এতে সভাপতিত্ব করবেন সুকুমার বড়ুয়া।