
বলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ‘সিটাডেল’ নামের একটি ছবির শুটিং করছেন। সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুট করেতে গিয়ে চোট পেয়েছেন প্রিয়াঙ্কা। যার কারণে মাথা থেকে গড়িয়ে পড়ছিল রক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রক্তাক্ত মুখের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) আঘাতপ্রাপ্ত মুখের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘কোনটা সত্যি আর কোনটা নয়?’
ছবিটিতে এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। নেট মাধ্যমের একটি ছবিতে কালো আর খাঁকি আউটফিটে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। আমাজন প্রাইমে সম্প্রচারিত হওয়ার কথা এই সিরিজ। ‘সিটাডেল’র মধ্যে দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে অভিনেত্রীর।
সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার রুশো ব্রাদার্স। সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে ‘সিটাডেল’-এর সেটে প্রিয়াঙ্কার একাধিক ছবি। নিজের ইনস্টা হ্যান্ডেলেও কিছু ছবি শেয়ার করেছেন নিক ঘরনি।