বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর পৃথিবীজুড়ে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে গানে গানে এ কথা বলছেন তিনি।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শুভ-ফারিয়া। সম্প্রতি এ সিনেমার টাইটেল সং ‘প্রেমী ও প্রেমী’ গানটি জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। এতেই এমন কথা বলেছেন শুভ।
রোমান্টিক ঘরানার ‘প্রেমী ও প্রেমী’ গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর-সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে ভিন্ন ভিন্ন লুকে লাস্যময়ী ফারিয়াকে ক্যামেরাবন্দি করেছেন নির্মাতা।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
দেখুন : ‘প্রেমী ও প্রেমী’ গানটি