ক্রীড়া ডেস্ক : কেউ বলে ‘কাটার মাস্টার’, আবার কেউ বলে ‘দ্য ফিজ’। গত প্রায় দেড় বছর ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রাখা সেই মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন।
বাংলাদেশের তরুণ পেসার ২১ পেরিয়ে আজ ২২ বছরে পা দিলেন। শুভ জন্মদিন ‘দ্য ফিজ’, মুস্তাফিজ।
জন্ম ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে। বিশ্ব ক্রিকেটের এক অপার বিস্ময়রূপে আবির্ভূত সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের। গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অভিষেকেই শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের উইকেট।
টি-টোয়েন্টির পর ওয়ানডে অভিষেকেও বাজিমাত। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দুটি পাঁচ উইকেট-কীর্তি। তিন ম্যাচের সিরিজে নিয়েছিলেন রেকর্ড ১৩ উইকেট। এখন পর্যন্ত ৯ ওয়ানডেকে ১২.৩৪ গড়ে তার উইকেট ২৬টি।
টেস্ট অভিষেকটাও হয় দুর্দান্ত। অভিষেক ইনিংসেই ৪ উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কারও। ওয়ানডে ও টেস্ট অভিষেকে ম্যাচসেরার পুরস্কার জেতার কীর্তি নেই আর কারও!
বাজিমাত করেছেন প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়েও। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন বাংলাদেশের তরুণ পেসারই।
গত জুলাইয়ে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে পড়েন কাঁধের চোটে। পরে সেখানে অস্ত্রোপচার করিয়ে বর্তমানে ক্রিকেটের বাইরে মুস্তাফিজ। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে পাঁচ-ছয় মাসের মতো।
মাঠের বাইরে রয়েছেন তো কী হয়েছে, জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মুস্তাফিজ। কাটার মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট দিয়ে আইসিসি লিখেছে, ‘তিনি এমন একজন তরুণ ক্রিকেটার যিনি তার পারফরম্যান্স দিয়ে প্রথম টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এবং মাত্র দ্বিতীয় ক্রিকেটার যিনি প্রথম দুই ওয়ানডেতেই পাঁচ উইকেট পেয়েছেন। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্য’ ফিজ’ রহমান।’
সানরাইজার্স হায়দরাবাদ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘আজ ফিজ ডে। আমাদের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা।’