
শুভ জন্মদিন ‘ঢালিউড কিং’ সাকিব খান। বাংলা সিনেমার রাজকুমার শাকিব খান। তার হাতে অনেকটাই বেঁচে আছে ঢাকাই সিনেমা। চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র শাকিব খান। ভক্তরা ভালোবেসে তাকে ‘ঢালিউড কিং’ উপাধি দিয়েছেন। ১৯৯৯ সাল থেকে একচেটিয়া বাংলা সিনেমায় রাজত্ব করছেন তিনি। গণ্ডি ছাড়িয়ে নিজের জনপ্রিয়তা নিয়ে গেছেন তুঙ্গে।
১৯৭৯ সালের আজকের এ দিনে (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। ঢালিউডের এ সুপারস্টার ৪৩ বছরে পা দিয়েছেন।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে দেশীয় সিনেমায় রাজত্ব করছেন। দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও শাকিব খানের উত্থানটা ২০০৮ সালের দিকে। এরপর থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক তিনি।
শাকিব খান অভিনীত প্রথম সিনেমা আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’। কিন্তু মুক্তির দিক থেকে প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। সে বছর ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইরিন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালের ‘আরও ভালোবাসব তোমায়’ ও ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তোলেন।
শাকিব খানের জনপ্রিয়তা কিছুটা হলেও ভাটা পড়েছিল যখন নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। ২০০৮ সালে প্রেম করে বিয়ে করা অপু বিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছেন। সেই ডিভোর্স কার্যকর হয়েছে ২০১৯ সালের মার্চ মাসে। ব্যক্তিজীবনে শাকিব এক পুত্রের জনক।