জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকায় হাজিক্যাম্প সংলগ্ন আশিয়ানের বিশাল এলাকায় ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমা। ৩০ ডিসেম্বর জুমার নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। ইতিমধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
ইজতেমা উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইজতেমার আয়োজক দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির মোবাল্লিগ কামাল আত্তারি, নোমান আত্তারি, আতিক রেজা আত্তারি ও আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের নামে জঙ্গিবাদ হারাম। আর এর পরিণতি হলো জাহান্নাম।’
ইজতেমার উদ্দেশ্য তুলে ধরে মুফতি জহির বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও গোমরাহির পথ থেকে মুসলমান ও সর্বস্তরের মানুষকে সঠিক ইসলামের পথে নিয়ে আসাই হচ্ছে দাওয়াতের ইসলামীর মূল লক্ষ্য। ঈমান আকিদা ও সুনির্দিষ্ট আমলের মাধ্যমে নিজেকে এবং সারা বিশ্বের মানুষদের সংশোধনের চেষ্টা করে যাওয়া।’
তিনি বলেন, ‘ঢাকায় এই প্রথম তিনদিনের ইজতেমার আয়োজন করা হলেও দাওয়াতে ইসলামী ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারাবিশ্বে ইজতেমা করে নেকির দাওয়াত দিয়ে আসছে। আশা করি ঢাকায় দেশের দূর দূরান্ত থেকে আশেকে রাসূলগণ ইজতেমায় শরিক হবেন।’
সংবাদ সম্মেলনে তিনি কর্মসূচি তুলে ধরে বলেন, ‘২৮ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র তাহাজ্জুদ নামাজ, তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে অনানুষ্ঠানিক ইজতেমার সুচনা হলেও মূলত বুধবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতে রাসুল (সা.) পরিবেশনের পর বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমা। শুক্রবার জুমার নামাজের আগে ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদের পরিণতি এবং দ্বিনী দাওয়াত পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করে বিশেষ বয়ান ও জুমার নামাজের পর পরই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তারপর মিলাদ, কিয়াম ও সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ইজতেমা।’
তিনি জানান, ইজতেমায় সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা হবে। তার মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলত, জিকির আসকারের ফজিলত, নামাজের ফজিলত, নেকির দাওয়াতের ফজিলত, আউলিয়া কেরামের জীবনী আলোকপাতের সঙ্গে সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয়ের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে রয়েছে অযু, নামাজ, গোসল, সালাম-কালামসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় আমলসমুহ।
বিশ্ব ইজতিমার সঙ্গে এই তিনদিনের ইজতিমার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে মুফতি জহির বলেন, ‘তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক কিংবা সংঘাত কোনটাই নেই। যে যার যার অবস্থান থেকে নেকীর দাওয়াত দিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘ইসলামের নামে বাংলাদেশ ও বিশ্বব্যাপী যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তা থেকে মুসলিম ভাই-বোনদের সতর্ক ও সচেতন করার পাশাপাশি সঠিক ইমান, আকিদা, আমল সম্পর্কে জ্ঞানার্জন ও জীবনে তা প্রয়োগ করার শিক্ষাই দেবে এই সুন্নাতে ভরা ইজতেমা। যাতে জঙ্গি, সন্ত্রাসী, পথহারা, বিভ্রান্ত-দিকহারা, হতাশ- বিপথগামী যুবক ও তরুণরা ইসলামের শান্তির ও সুশীতল ছায়াপথে চলে আসে।
উল্লেখ্য, রাজধানীর হাজীক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটির প্রায় তিনশ একর বিশাল জায়গায় অনুষ্ঠিত হবে ইজতেমা। এখানেই করা হয়েছে মূল প্যান্ডেল। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১৫০০ নিজস্ব নিরাপত্তা কর্মী। ইজতেমা ময়দানের প্রবেশ পথে দুদিকেই বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। সার্বিক নিরাপত্তার জন্য থাকছে প্রয়োজনীয় সিসি ক্যামেরা এবং একাধিক ওয়াচ টাওয়ার। যা পুরো ইজতেমা এলাকাকে নজরদারিতে রাখবে। মুসল্লিদের জন্য অযু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে।