শুরু হয়নি রাজধানীতে ফেরার যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার আমেজ শেষ না হলেও ছুটি শেষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক-রেল ও নৌপথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছেন মানুষ। তবে সাধারণত ঈদের সময় যাতায়াতে যাত্রীদের যে যুদ্ধ করতে হয় তা এখনো শুরু হয়নি।

সোমবার প্রথম কর্মদিবসে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই। এবারে সরকারি ছুটি মাত্র তিন দিন ছিল। যারা বাড়তি ছুটি পাননি কিংবা খুব প্রয়োজন যাদের কেবল তারাই আজ রাজধানীতে ফিরেছেন। ঈদ শেষে রাজধানীতে ফেরার ভিড় মূলত শুরু হবে এ সপ্তাহের শেষের দিকে।

যাত্রীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, যানজটমুক্ত সড়কপথ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চও আসছে সময়মতো। সোমবার রাজধানীর সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌপরিবহণ কর্তৃপক্ষ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তবে যানবাহনে যাত্রীচাপ ছিল না। ফলে নির্বিঘ্নে ফিরেছেন তারা।

কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে যারা একটু আগে বাড়ি ছেড়ে এসেছেন তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরতে পেরেছেন। আজ বেলা সোয়া ১১টা পর্যন্ত মোট ৬০ নৌযান সদরঘাটে এসেছে। এমনকি যাত্রী টার্মিনালে নামিয়ে তড়িঘড়ি করে কোনো লঞ্চ আবার ফিরে যেতে দেখা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিটিএ-এর যুগ্ম পরিচালক (ট্রাফিক) জয়নাল আবেদিন বলেন, ‘ঈদে যাত্রীর প্রচণ্ড চাপ থাকলেও রাজধানীতে ফেরা কিংবা রাজধানী ছেড়ে যাওয়া কোনো ক্ষেত্রেই অতিরিক্ত ভিড় চোখে পড়েনি। ঈদ শেষে রাজধানীতে ফেরার ভিড় মূলত শুরু হবে চলতি সপ্তাহের শেষের দিকে।

তিনি আরো বলেন, আজ দক্ষিণাঞ্চল থেকে এ পর্যন্ত ৬০টি লঞ্চ ঘাটে এসেছে। তবে যাত্রীদের উপস্থিতি কম। অনেক লঞ্চে স্বাভাবিকের চেয়েও কম যাত্রী নিয়ে রাজধানীতে এসেছে। অন্যদিকে ঈদের সময় যারা বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে ছিলেন, তারা এখন বাড়ি যাচ্ছেন। আজ ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে মোট ৪৫টি লঞ্চ ঘাট ত্যাগ করেছে। রাত পর্যন্ত আরো বেশ কিছু লঞ্চ রাজধানী থেকে ছেড়ে যাবে।

সোমবার সকালে ঢাকা ফিরেছেন জাকির হোসেন নামে এক যাত্রী। সরকারি একটি ব্যাংকে কর্মরত। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলাম। আবার একটু আগে ভাগেই রাজধানীতে ফিরেছি। তবে বেশ আরামে এলাম। খুব বেশি ভিড়ের মুখোমুখি হতে হয়নি।’

আজ বরিশাল, চাঁদপুর, পুটয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, বরগুনা ও ঝালকাঠিসহ বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিত লঞ্চ সার্ভিসগুলো ঢাকা এসেছে। তবে আজ কোনো স্পেশাল সার্ভিস ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।