শেওলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, সিলেটের শেওলা শুল্ক স্টেশনকে একটি মডেল স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। যাতে পরবর্তীতে সকল স্টেশন এর আদলে গড়ে তোলা যায়।

মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং সিলেট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজিবুর রহমান বলেন, ‘বর্তমানে সিলেট কাস্টমসের অবকাঠামোগত উন্নয়ন দুঃখজনক। সিলেট কাস্টমসের জন্য আইকোনিক বিল্ডিং নির্মাণ করা হবে। ইতিমধ্যে দুটি জায়গা দেখা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত কাজ শুরু করা হবে।’

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং চেম্বারের পরিচালক ও জেলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক লায়েস উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট গ্রুপের সভাপতি শাহ আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক বেলাল উদ্দিন, কাস্টমস এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার শফিকুল ইসলাম, কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ আবু দাউদ, কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এমদাদ হোসেন, চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, পরিচালক বশিরুল হক প্রমুখ।