শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষায় পাঁচ জালিয়াতি চক্রের সংশ্লিষ্টতা পায় র্যাব-২।
র্যাবের তদন্তে এসব জালিয়াতি চক্রের প্রধান পাঁচজন চিহ্নিতও হয়েছে। কিন্তু এখনো তারা গ্রেপ্তার হয়নি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করছেন কেউ কেউ।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষায় ৯ ভর্তিচ্ছুকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করে র্যাব-২ এ সোর্পদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, র্যাব যদি তাদের গ্রেপ্তারে অভিযান চালায় তবে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব।
র্যাব-২ সূত্র জানায়, আটক হওয়া ৯ ভর্তিচ্ছুকে জিজ্ঞাসাবাদ শেষে জালিয়াতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের, দুইজন দ্বিতীয় বর্ষের ও বাকি দুইজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।