
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কোনো আঘাত এলে লাখো মানুষকে সঙ্গে নিয়ে কঠোরভাবে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২০ আগস্ট) বিকেলে জেলার বন্দর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে একটা বাজে মন্তব্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশ রক্ষায় আবার আমরা মাঠে নামব।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। বিদেশ থেকে তাদের জন্য প্রচুর টাকা আসছে। কিন্তু এবারও তারা সফল হবে না।
আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন শামীম ওসমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি আগামী ২৭ আগস্ট নগরীর ডিআইটি চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জনসভার ঘোষণা দিয়ে সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান জানান সংসদ সদস্য শামীম ওসমান।