ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনে বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি শেখ হাসিনার নেতৃত্বকে জনগণকে আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন।
আজ ঢাকায় মোদির এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।
শেখ হাসিনাকে লেখা বার্তায় মোদি বলেন, ‘আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি।’
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের জনগণকে কঠিন সময়েও আশার আলো দেখিয়েছে। উন্নয়ন থেকে নিরাপত্তা- সব ক্ষেত্রেই বাংলাদেশ আপনার নেতৃত্বে শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’
আগামী মাসে গোয়ায় ব্রিকস সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতির অপেক্ষায় থাকার কথাও জানান মোদি। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ এগিয়ে নিতে শেখ হাসিনা ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন ।
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।