নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিন বুধবার যশোর শহরের চৌরাস্তা মোড়ে সকাল থেকে অবস্থান করেন নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, যুবদলের নগর কমিটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা কমিটির আহবায়ক তানভীর রায়হান তুহিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর কমিটির আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সার, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম।
অবস্থান কর্মসূচিতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ছাত্র গণআন্দোলনে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের একমাত্র দায়ী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খুনিসহ তার দোসরদের বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।