শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ৷

সোমবার (২ আগস্ট) দুপুরে মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালকে এ মামলটি দায়ের করেন নিহত রাসেলের ভাই মো. রুবেল৷

মামলাটি আমলে নিয়ে এজহার হিসেবে নেয়ার জন্য যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাম কামাল, সাবেক আইজিপি মামুনসহ আওয়ামী লীগ নেতা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।