শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা

আবুল হাসান বেল্লাল, বরগুনা প্রতিনিধি: শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য
নিয়মিত ভাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬/১১/২০১৬ ইং তারিখ বেলা ১০ ঘটিকায় বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়নের ১১৮ জনকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধি ভাতার বই বিতরণ করা হয়েছে। সুবিধা ভোগীদের মধ্যে বয়স্ক ভাতায় ৪৪ জন, বিধবা ভাতায় ২৫ জন এবং ৪৯ জনকে প্রতিবন্ধি ভাতার বই প্রদান করা হয়েছে। নতুন বই পেয়ে সুবিধা ভোগীদের মুখে হাসি ফুটে উঠেছে। বয়স্ক ভাতা সুবিধা ভোগীদের মধ্যে মোসা: হালিমা বেগম বলেন, আমার বয়স ৭০ বছরের বেশী হয়েছে। ইতিপূর্বে আমি এই সুবিধা পাইনি। বর্তমান চেয়ারম্যান আসার পর বয়স্ক ভাতার বই পেয়ে আমি খুব খুশি। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৩নং ফুলঝুড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বাস্তবায়ন করেন, উপজেলা সমাজসেবা অফিসার ও সদস্য সচিব ভাতা প্রাপ্তির বই বিতরণ কমিটি বাবু মনব্রত সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলঝুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান-০১ মাওলানা মো: ইব্রাহিম খলিল, ইউপি সদস্য জাকির হোসেন, মো: সেন্টু মিয়া, প্যানেল চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন প্রকার অবদানের কথা তুলে ধরেন। পরে ভাতা প্রাপ্তির বই বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।sam_0779