শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাসদের অভিনন্দন

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের পুননির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাসদের কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় হাসানুল হক ইনু ও শিরীন আখতার আওয়ামী লীগের পুননির্বাচিত সংগ্রামী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংগ্রামী জননেতা ওবায়দুল কাদের এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জাসদ নেতা বলেন, পুননির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন।