জেলা প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারিতে একটি মানুষও অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মন্ত্রী পিরোজপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে নিজস্ব তহবিল থেকে স্থানীয় কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধুমাত্র করোনার সময়ই নয়, সরকার আগামীতে সব মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
এ সময় মন্ত্রী নিজস্ব তহবিল থেকে পৌরসভার দেড় হাজার কর্মহীন নারী-পুরুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করেন।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।