শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা বীটের গুরুচরন দুধনই এলাকায় ১৭ অক্টোবর সোমবার ভোররাতে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে, ঝিনাইগাতির তাওয়াকুচা সীমান্তে প্রায় ৭০-৮০টি বন্যহাতির দল লোকালয়ে নেমে আসে এবং ধানক্ষেতে তান্ডব চালায়। এদিকে গত দেড় মাসে ৮ জনের প্রাণহানির ঘটনায় এদিন এলাকাবাসী তাদের ফসল বাঁচাতে আর এগিয়ে আসেনি, গড়ে তোলেনি কোন প্রতিরোধ। ফলে চোখের সামনে প্রায় ৫ একর জমির থোর আমন ধানক্ষেতে খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে হাতির দলটি। ভাংচুর করে অন্তত ৫টি বসতবাড়ি এবং বেশকিছু গাছপালা। রাতভর এভাবে তান্ডব চালিয়ে পাহাড়ের গহীনে ফেরার পথে ভোররাতে একটি বড় হাতি জমিতে অজ্ঞান হয়ে পড়ে। পরে সোমবার ভোরে ওই হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, আমি প্রাণী সম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।