
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী হুমায়ন কবীর রুমান। তার প্রতিদ্বন্ডি প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী হুমায়ন কবীর রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৭৬ ভোট। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম নির্বাচনের বেসরকারী এ ফলাফল ঘোষনা করেন। এ সময় জয়ী প্রার্থী ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
বুধবার জেলার ১৫টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যদিয়ে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বারোটার মধ্যেই প্রায় প্রতিটি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। তবে বেলা দুইটার পর ভোট গণনা কার্যক্রম চলে এবং অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এদিন কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ১৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৪২জন। চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৪৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।