শেরপুর প্রতিনিধি:
মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবীতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলার আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাব, জেলা রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, রোটারী ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারন মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।