শেরপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোট গ্রহণ

শেরপুর প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। আজ ২৮ডিসেম্বর বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার মোট ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ছাড়াও ১৫টি সাধারণ সদস্যপদে ৪৮ জন এবং পাঁচটি সংরক্ষিত নারী সদস্যপদে ১৪ জন প্রার্থী রয়েছেন। ৭শ ৪২ ভোটারের বিপরীতে ১৫টি কেন্দ্র্রের ভোট গ্রহণ চলছে।

এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রতি কেন্দ্রে পুলিশ, পুরুষ ও মহিলা আনসারের পাশপাশি একজন করে নির্বাহী ম্যাজিস্টেট নিয়োগ রয়েছে। এছাড়া প্রতি ৩ ওয়ার্ডের জন্য একটি করে স্টাইকিং ফোর্স, র‌্যাব ও ব্যাটেলিয়ান আনসারের টহল রয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানিয়েছেন।