শেরপুরে সৎমাকে হত্যায় যুবকের যাবজ্জীবন

শেরপুর সংবাদদাতা : শেরপুরে সৎমাকে হত্যা মামলার রায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দণ্ডাদেশ প্রদান করেন।সাজাপ্রাপ্ত যুবকের নাম সারোয়ার হোসেন সবুজ ওরফে বাবু (২৭)। বাবু নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকার হযরত আলীর ছেলে। ঘটনার পর থেকে বাবু কারাগারে রয়েছে।

স্থানীয়রা জানান, ২০১১ সালের ২১ সেপ্টেম্বর সকালে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

ওই দিন গৃহকর্তা হযরত আলী বাড়িতে না থাকার সুবাদে তার ৩ সন্তানের জননী দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগমকে প্রথম পক্ষের স্ত্রীর সন্তান সারোয়ার হোসেন সবুজ ওরফে বাবু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় রাশিদার বড়ভাই রজব আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সৎছেলে বাবুসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরের দিনই পুলিশ বাবুকে গ্রেপ্তার করে।

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বাবু। তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর ৪ জনের নাম বাদ দিয়ে একমাত্র বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু ও আসামিপক্ষে পংকজ কুমার নন্দী মামলা পরিচালনা করেন।