শেরপুর জেলা বিএনপির অনুমোদন

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং সাধারণ সম্পাদক মো. হযরত আলীর নাম ঘোষনা করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদের অনুমোদন দিয়েছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

সদ্য ঘোষিত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হযরত আলী জানান, ২৬ ডিসেম্বর শনিবার জেলা বিএনপি’র ত্রি বার্ষিক সম্মেলনে দলের ৪৫ কাউন্সিলরদের মধ্যে ৩২ কাউন্সিলরের ভোট অনুষ্ঠিত হয়। পরে ওই ভোট কেন্দ্রে পাঠানো হলে ভোট গননা শেষে দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া শেরপুর জেলা বিএনপি’র নতুন সভাপতি ও সম্পাদকের নামের অনুমোদন প্রদান করেন। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে দলের পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে বলে তিনি জানান।