শেরে বাংলার জন্মস্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝালকাঠি প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ্
রাজাপুরের সাতুরিয়ায় শেরেবাংলার জন্মস্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। শনিবার সংগঠনটির এক সভা রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম বাবুল। এ সময় বক্তাব্য রাখেন সহ-সভাপতি হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক সামিম হাওলাদার, কোষাধ্যক্ষ নিজামুল হক আকন, দফতর সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য কবীরুজ্জামান মিয়া, রমজান আলী মিয়া প্রমুখ। বক্তরা ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলার জন্মস্থানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আবারো জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সম্প্রতি ঝালকাঠি সাংবাদিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করা হয়। এ ছাড়া সভায় শেরে বাংলার জন্মভিটা দ্রুত সংরক্ষণ এবং রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ ও ধানসিঁড়ি নদী পুনর্খননেরও দাবি জানানো হয়।