
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের শেরেবাংলা নগরে কিডনি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে র্যাব-২ এর সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা হলেন- রাকিবুল হাসান সুজন (২৭), রাশেদুল ইসলাম (২৫), ইমরান ফকির (২২), শামীম (২২), হারুন বেপারী (৩৫) ও লিটন (২৬)।
র্যাব-২ এর এএসপি (গণমাধ্যম) ফিরোজ কাওসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু ডাকাত সদস্য কিডনি হাসাপাতালের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ছয় ডাকাত সদস্যকে আটক করে।