শেষদিনেও হজযাত্রীদের বিমানের আরো একটি হজ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের বহনকারী বাংলাদেশ বিমানের আরো একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ৪৫০ জন হজযাত্রীর সৌদি যাওয়া কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, শনিবার বিকাল ৪টায় বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল।

জানা গেছে, হজ ফ্লাইট শুরুর পর থেকেই ভিসা জটিলতা ও হজযাত্রীদের বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে বিমানের ২৪টি এবং সৌদি এয়ারলাইন্সের চারটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান ও সৌদি এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ জন হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন।

শনিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী আরো ১৭ হাজার ১৫১ জন যাত্রী যেতে পারবেন। কিন্তু আরো প্রায় ৩ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এজেন্সিগুলো সময়মতো পাসপোর্ট জমা না দেওয়ায় আগেই বাদ পড়েছেন ৯৫১ জন হজযাত্রী।

শাকিল মেরাজ আরো জানিয়েছেন, আজ সকাল ১০টা পর্যন্ত ১৭৬টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। সব হজযাত্রী যেন পৌঁছাতে পারেন এজন্য অতিরিক্ত সাতটি ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবে আবেদন করা হয়েছে।