ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ এলেই মাহমুদউল্লাহকে পাওয়া যায় ভিন্নরূপে। ব্যাটিং, বোলিংয়ে পারফরম্যান্স তো করেনই পাশাপাশি অধিনায়কত্বেও মুগ্ধতা ছড়ান।
আগ্রাসী অধিনায়কত্বের পাশাপাশি সময়াপযোগী পরিকল্পনা নিতে বেশ পটু জাতীয় দলের এ অলরাউন্ডার। বুধবার মিরপুর শের-ই-বাংলায় এর প্রমাণ আরেকবার মিলল। খুলনা টাইটান্সের অধিনায়কের ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে আসে ২১ বলে ৩২ রান।
পরবর্তীতে মাত্র ২ ওভারে ৬ রানের খরচে ৩ উইকেট। পাশাপাশি ১৩৩ রানের পুঁজি নিয়ে অসারধারণ নেতৃত্বে মাহমুদউল্লাহ দলকে দিয়েছেন প্রথম জয়ের স্বাদ। সব মিলিয়ে পুরো দিনটিই ছিল মাহমুদউল্লাহ। আর দিন শেষে ম্যাচসেরাও খুলনার অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন,‘এরকম একটা ম্যাচ জিততে পেরে বেশ ভালো লাগছে। খুবই উদ্দীপক। কারণ, কাগজে-কলমে হয়তো আমাদের দলে খুব বড় নাম নেই, কিন্তু আমাদের ভালো কিছু নাম আছে। দল হিসেবে আমরা আজ ভালো খেলতে পেরেছি। আমি সবসময়ই বিশ্বাস করি, দল হিসেবে ভালো খেল যেকোন দলকেই হারানো সম্ভব।’
শেষ ওভারে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মাহমুদউল্লাহ বলেন,‘আমি নিজের উপর খুব একটা চাপ নিচ্ছিলাম না। তবে শেষ বলটা করার সময় চাপে ছিলাম। শুধু ভাবছিলাম, ভালো জায়গায় বল ফেলতে পারি আর ভাগ্যের সহায়তা পাই, তাহলে হয়তো ম্যাচ জিততেও পারি।’
লড়াকু পুঁজি নিয়ে মাহমুদউল্লাহ দারুণ লড়াই করেছেন। অধিনায়ক মাহমুদউল্লাহর চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট তিনটি,‘তিনটা জায়গার ম্যাচটি ঘুরে গেছে। জুনায়েদ খানের তিনটি উইকেট, শফিউলের নেওয়া ড্যারেন স্যামির উইকেট এবং মুমিনুলের উইকেট। এই তিনটাই বেশ ক্রুশিয়াল ছিল। তবে স্যামির উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ দিকে রাজুর উইকেটটা আমাকে একটা মোমেন্টাম দিয়েছে। তখনই আমি ভাবা শুরু করেছি যে, ফলাফলটা আমাদের দিকেও আসতে পারে।’