শেষ ওভারে উইকেট ভাগ্যের ব্যাপার : ওকস

ক্রীড়া প্রতিবেদক :
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ রানেই ৮ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। খাঁদে পড়ে থাকা সেই ইংলিশদের টেনে তুলেন তুই বোলার ক্রিস ওকস ও আদীল রশিদ। তাদের চমৎকার ৯৯ রানের জুটিতে বাংলাদেশকে ২৪ রানের লিড দিতে সক্ষম হয় অ্যালিস্টার কুকের দল।

এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতে তামিম ও মুমিনুলকে্ আউট করে ছন্দে ছিল ইংল্যান্ড। কিন্তু ইমরুল ও মাহমুদউল্লাহর ৮৬ রানের জুটিতে কিছুটা বিপাকে পড়ে যায় সফরকারীরা। তবে দিনের শেষ বলে ৪৭ রান করা মাহমুদউল্লাকে ফেরাতে পেরে স্বস্তির ঢেকুর ইংলিশদের।

ম্যাচ শেষে ইংলিশ ক্রিকেটার ওকস জানান, ‘এটা অবশ্যই আমাদের একটা ভাল অবস্থানে রেখেছে। দিনের শেষ ওভারে উইকেট তুলে নিতে পারা সবসময়ই দারুন। কারণ এটা আগামীকালের জন্য ভাল অনুপ্রেরণা হয়। এটা এমন এক বিষয় যেটার চেষ্টা আপনি করতে পারেন এবং শেষ ওভারে আমরা উইকেট পেয়েছি সেটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।’

আগামীকাল বাংলাদেশের সম্ভাব্য লিড নিয়ে ওকস বলেন, ‘আমি মনে করি ১৩০ রান এগিয়ে, সুতরাং ২৫০ বেশ হবে। এ উইকেটে আপনি ২৫০ রানের বেশি তাড়া করতে চাইবেন না। কারণ সেটাই হবে চলতি ম্যাচের সর্বোচ্চ স্কোর। যেকোন খেলার যখন সর্বোচ্চ স্কোরটা আপনাকে তাড়া করতে হবে সেটা করা অবশ্যই কিছুটা কঠিণ হবে। এর নিচে যদি রাখা যায় সেটাই ভাল। আমরা যদি আগামীকাল ভালভাবে শুরু করে দ্রুত উইকেট নিতে পারি তাহলে আশা করি তাড়াতাড়ি বাংলাদেশকে শেষ করে দিতে পারব।’

মিরপুরের পিচ নিয়ে ওকসের বক্তব্য,‘এই পিচটা একটু বিভ্রান্তিকর। নতুন বলে এখানে বেশ স্পিন হচ্ছে, একটা সরাসরি আসছে এবং আরেকটা ঘুরে চলে যাচ্ছে, বাউন্স হচ্ছে। যখন বল পুরনো হচ্ছে তখন পিচটাকে কিছুটা সহজতর মনে হচ্ছে ব্যাট করার জন্য। তখন আবার বাউন্সগুলো বেশ নিয়মিতই পাওয়া যাচ্ছে। যদিও বল কিছুটা পুরনো হয়ে গেলে স্বাভাবিকভাবে এ সময় স্পিন হওয়াটা অব্যাহত থাকার কথা।’

বাংলাদেশি স্পিনারদের প্রশংসা করে ওকস বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু ভাল স্পিনার আছে এবং আমাদের চাপে রেখেছে নতুন বলে। ব্যাট করার সময়টা বেশ কঠিণ ছিল কারণ কিছু বল স্কিড করে চলে যাচ্ছিল আর একটা বেশ স্পিন করছিল। বিবেচনা করাটা বেশ কঠিণ। তামিম খুব ভাল একটা সিরিজ খেলছে। সে নিজের শটগুলো খেলতে পারছে এবং বেশ আক্রমণাত্মক থেকে বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছে। দারুন ক্রিকেট খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’