
ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের জন্য দল দিয়েছে ইংল্যান্ড। দলে ফিরেছেন ফাস্ট বোলার স্টিভেন ফিন।
চোটের কারণে ছিটকে যাওয়া পেসার মার্ক উডের পরিবর্তে দলে এসেছেন ফিন। মিডলসেক্সের ২৮ বছর বয়সি এই পেসার ইংল্যান্ডের হয়ে ৩৬ টেস্টের সর্বশেষটি খেলেছেন গত বছরের অক্টোবরে।
১৩ সদস্যের দলে পরিবর্তন এই একটিই। জায়গা ধরে রেখেছেন আগের টেস্টের তিন অভিষিক্ত টবি রোল্যান্ড-জোন্স, টম ওয়েস্টলি ও ডেভিড ডেভিড।
আগামী ৪ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট। ওভালে কাল তৃতীয় টেস্ট ২৩৯ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল :
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, লিয়াম ডসন, স্টিভেন ফিন, কেটন জেনিংস, ডেভিড মালান, টবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, টম ওয়েস্টলি।